কবিতাঃ শিক্ষা গুরু     কবিঃ ভাস্কর পাল


শিক্ষা গুরু

-ভাস্কর পাল 

 

মাগো তুমি ছোটো থেকেই শিক্ষা দিয়ে যাচ্ছ

এখনো তো ভুল করলে কানটি টেনে ধরো।

বাবা তোমার শিক্ষা গুলো নিচ্ছি মাথায় তুলে

তোমার শিক্ষায় তোমার মতোই

ভালো মানুষ হবো বলে।

তোমারা আমার প্রথম গুরু

তোমাদের নিয়েই জীবন শুরু

সাড়া জীবন এই ভাবেতেই

তোমারা আমার থেকো পাশে।

কখনো কোনো ভুল করলে-

শাসন কোরো মেরো মোরে।

 

তোমরা ছাড়াও শিক্ষা দিলো-

অনেক গুরু অনেক ভাবে,

তাদের স্মৃতি মাথায় করে

তাদের বাণী রাখবো মনে।

শিক্ষা গুলো মাথায় করে

ভালো মানুষ উঠবো হয়ে-

শিক্ষা গুরু তোমরা সবাই

একই ভাবে থেকো পাশে

তোমাদের ছাড়া আমি

পারবোনা যে একলা চলতে।।