কবিতাঃ একাকিত্বতা     কবিঃ ভাস্কর পাল


একাকিত্বতা

-ভাস্কর পাল 

 

আকাশ - রবি মিশেছে যেখানে

নীল সমুদ্রের পারে-

একাকিত্বতার সঙ্গী হয়ে

ঢেউ এর ধ্বনি বাজে।

 

সকাল সকাল কর্ম ব্যাস্ত

ঘুমন্ত সেই রবি-

সন্ধ্যে হলেই ফিরে আসে

ক্লান্ত হয়ে ঘরের দ্বোরে।

 

মাতাল হয়ে ওঠে যখন

প্রবল ঝোড়ো হাওয়া

সমুদ্র তীরের বালু রাশিরা

তখন হয় সঙ্গী আমার।

 

মধ্যরাতের সেই আকাশে

সমুদ্রের সেই একলা তীরে-

তারারা সব সঙ্গী হয়ে

একাকিত্বতা দেয় ভেঙে।