কবিতাঃ কোকিলের কুহু     কবিঃ ভাস্কর পাল


কোকিলের কুহু

-ভাস্কর পাল 

 

বসন্ত আজ প্রকাশ পায় না

এই শহরের বুকে,

কোকিলের সেই কুহু তানটা

আজ হারিয়ে গেছে।

 

বসন্ত আনে রঙের ছোঁয়া

রঙিন করতে ভুবন,

কোকিলের সেই কুহু কুহু গান

বসন্তকে জানায় আহ্বান।

 

শহরে আজ যায় না শোনা

কোকিলের কলরব,

অনেকেই আজ ভুলেছে তাই

বসন্তের কোকিল রাজ।

 

গ্রাম্য মাঝে আজও আছে

কোকিলের সেই শোভা,

কুহু কুহু ডাক শুনলে পরে

                                লাগে বসন্তের আভা।