কবিতাঃ বিপর্যয়     কবিঃ ভাস্কর পাল


বিপর্যয়

-ভাস্কর পাল 

 

বিপর্যয়ে বাড়ি ফিরে

বাবা দাড়িয়ে গলা জলে,

থমকে গিয়ে খুঁজতে থাকে

হারিয়ে যাওয়া গৃহ তাদের।

 

চিহ্ন নেই সেই নিবেসের

চিহ্ন নেই বউ - সন্তানের;

পাগল হয়ে হাতড়ে খোঁজে

জমানো টাকার কৌটা টাকে।

 

শিশু তার বড্ডো ছোটো

মায়ের কোলে খেলা করে,

চিহ্ন নাহি পাইলো তাদের

বাবার চোখে জল ঝরে।

 

অঝোর ঝড়ের ঘূর্ণিপাতে

ডিপ্রেশনের সাইক্লোনেতে-

বিপর্যয়ের চিহ্ন আজ

উদ্বাস্তুদের বুকের মাঝে।