কবিতাঃ হঠাৎ     কবিঃ ভাস্কর পাল


হঠাৎ

-ভাস্কর পাল 

 

হঠাৎ করেই থমকে গেছে

আতঙ্ক আজ বাসা বেঁধেছে,

মনের গোপনে ছন্দ আজ

মৃত্যু ভয়ের শঙ্কা।

 

চলছিল বেশ ছন্দ মিলেই

জীবনের সব যুদ্ধ-

হঠাৎ এক ভিনদেশি ঝড়

করলো সবই স্তব্ধ।

 

তবুও প্রভাতে সূর্যি ওঠে

অস্ত যায় আঁধার নামে,

স্বপ্নগুলো বন্দি হয়েছে-

হৃদয় কোণে অন্ধকারে।

 

ব্যাস্ত শহর, ব্যাস্ত সময়

নিত্য দিনের নিয়ম,

সবই কেমন পাল্টে গেল

হঠাৎ করে হারিয়ে গেলো।