কবিতাঃ মেঘলা দুপুর     কবিঃ ভাস্কর পাল


মেঘলা দুপুর

-ভাস্কর পাল 

 

সকাল থেকেই আকাশ কেমন

ঘনিয়ে ছিল অন্ধকারে-

হঠাৎ এক গর্জনের সহিত

বর্ষণ নামলো ভর দুপুরে।

 

ঝড়ের বেগে বইছে বাতাস

ধূলি ওরে চারিধারে-

পাখিরা সব দ্রুত বেগে

বাড়ির দিকে যাচ্ছে উড়ে।

 

এক চমকে আকাশ সাজে

বজ্র - ঝলকে মাতিয়ে তোলে-

অসমাপ্ত বৃষ্টি নামে

চারিদিকে জল ঝরে।

 

থামলো গিয়ে বৈকালে

মেঘের বর্ষণ শান্ত হলো

মেঘের ফাঁকে নতুন করে

নব রবি ফুটে উঠলো।